মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ওজনে কম দেয়ার ব্যাপারে কুরআনের বিধান


ওজনে কম দেয়ার ব্যাপারে কুরআনের বিধান

সূরা  আল মুতাফফিফীন

) ধবংস তাদের জন্য যারা মাপে কম দেয়৷

) তাদের অবস্থা এই যে , লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয়  

) এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়৷

) এরা কি চিন্তা করে না , একটি মহাদিবসে

) এদেরকে উঠিয়ে আনা হবে

) যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে

) কখনো নয় ,নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে রয়েছে৷

) আর তুমি কি জানো সেই কয়েদখানার দফতরটা কি

) একটি লিখিত কিতাব৷

১০) সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধবংস সুনিশ্চিত
.
১১) যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে  


১২) আর সীমালংঘনকারী পাপী ছাড়া কেই একে মিথ্যা বলে না